ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তৃতীয় বৌদ্ধ যুব উৎসবের সমাপণী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, ডিসেম্বর ২০, ২০১৪
তৃতীয় বৌদ্ধ যুব উৎসবের সমাপণী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বুড্ডিস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপ বাংলাদেশ আয়োজিত তৃতীয় বৌদ্ধ যুব উৎসবের দু’দিন ব্যাপী আয়োজনের সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর মুসলিম হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।



সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির চেয়ারম্যান অভিজিত বড়ুয়া।
আরও ছিলেন সাংবাদিক দেবেশ বড়ুয়া, ব্যারিস্টার জোর্তিময় বড়ুয়া, মিহির বড়ুয়া।
এর আগে বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

উৎসবে ঢাকা, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে প্রায় এক হাজার যুবক-যুবতী অংশ নেয় বলে জানান আয়োজকরা।
উৎসবের টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি গ্রুপ।   আর কো-স্পন্সর ওমিকন গ্রুপ, ওয়েল গ্রুপ, ক্যামব্রিয়ান কলেজ ও নর্দার্ন ইউনিভার্সিটি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।