চট্টগ্রাম: প্রতিষ্ঠার তিন যুগপূর্তি উৎসবে ১১জন মুক্তিযোদ্ধা-সাংবাদিককে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি।
সোসাইটির সম্মানিত ১১জন মুক্তিযোদ্ধা-সাংবাদিক সদস্যরা হলেন দৈনিক আজাদী’র সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর), দৈনিক স্বাধীনতা’র প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল্লাহ আল হারুণ চৌধুরী (মরণোত্তর) দৈনিক পূর্বকোণ’র সাবেক সহকারী সম্পাদক মুহাম্মদ ইদ্রিস (মরণোত্তর), ইজতিহাদ’র প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক পূর্বদেশ’র নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বকোণ’র চীফ রিপোর্টার নওশের আলী খান, বাংলাদেশ অবজারভার’র বিজনেস এডিটর নিজাম উদ্দিন আহমদ, ফিনান্সিয়াল এক্সপ্রেস’র বিশেষ প্রতিনিধি পংকজ কুমার দস্তিদার, দৈনিক আজাদী’র সাবেক সহ-সম্পাদক ওসমানুল হক (মরণোত্তর), দৈনিক পূর্বকোণ’র চীফ ফটো রিপোর্টার মঞ্জুরুল আলম মঞ্জু, সিনিয়র ফটো সাংবাদিক দেব প্রসাদ দাস দেবু।
শনিবার সকালে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ সম্মাননা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)র চেয়ারম্যান আবদুচ ছালাম, রুপালী ব্যাংকের পরিচালক ও সোসাইটির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, দেশ-জাতি মানবতার জন্য যারা অবদান রেখেছেন তাদের সম্মান দেয়া উচিত। মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের সম্মান দেয়া আমাদের করণীয়।
উদ্বোধনী বক্তব্যে এম.এ. মালেক বলেন, সিডিএ’র সদস্য হিসেবে সাংবাদিক হাউজিং সোসাইটি ও মেট্রোপলিটন সাংবাদিক সোসাইটিকে জায়গা বরাদ্ধ দেওয়া আমার পক্ষে সম্ভব হয়।
সোসাইটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল শোষণহীন সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চট্টগ্রাম পরিকল্পিত নগরী হবে, পরিকল্পিত বস্তি হবেনা। চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন।
রূপালী ব্যাংক পরিচালক আবু সুফিয়ান বলেন, সাংবাদিক হাউজিং সোসাইটির বিভিন্ন সমস্যা সমাধানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি এজাজ ইউসুফী।
এর আগে জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলন এবং র্যালীর মাধ্যমে উৎসবের সূচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪