চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের এক নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে প্রহৃত মো. শাহজাহান বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার দুপুরে সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের ৫০১ নং কোর্সের পরীক্ষায় অংশ নিয়ে বের হয় শাহজাহান।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল বাংলানিউজকে বলেন,‘শিবিরের এক নেতাকে মারধরের খবর পেয়ে সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে যায় পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪