ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউ’র শিক্ষার্থী বিদায়-বরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
ইডিইউ’র শিক্ষার্থী বিদায়-বরণ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

  আয়োজনের মধ্যে ছিলো স্মৃতিচারণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনে ইডিইউ’র ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি রাফিয়া আকতার, শিক্ষক ইশতিয়াক আজিজ, রেজিস্ট্রার শাফায়েত চৌধুরী।
 

ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, গবেষণা ও উদ্ভাবনধর্মী কাজগুলোকে প্রাধান্য দিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগটি প্রতিষ্ঠা করা হয়েছে।  

তিনি এসময় বিভিন্ন প্রতিযোগিতায় ইডিইউর শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন। আগামীতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন প্রকল্প সমাদৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয়জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।