ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১০০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
চট্টগ্রামে ১০০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম: নগরীর কোতয়ালি থানার স্টেশন রোড থেকে এক হাজার ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের একটি টিম তাদের গ্রেপ্তার করেছে।



গ্রেপ্তার হওয়া দু’জন হল, আইনুল মিয়া (২৫) ও মো.মোজাম্মেল (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের তত্তাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বাংলানিউজকে জানান, দুই বিক্রেতা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ইয়াবাগুলো বিক্রির জন্য ব্রাক্ষণবাড়িয়ায় নিয়ে যাচ্ছিল।


তাদের বিরুদ্ধে অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।