চট্টগ্রাম: নগরীর কোতয়ালি থানার স্টেশন রোড থেকে এক হাজার ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের একটি টিম তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দু’জন হল, আইনুল মিয়া (২৫) ও মো.মোজাম্মেল (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের তত্তাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বাংলানিউজকে জানান, দুই বিক্রেতা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ইয়াবাগুলো বিক্রির জন্য ব্রাক্ষণবাড়িয়ায় নিয়ে যাচ্ছিল।
তাদের বিরুদ্ধে অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪