চট্টগ্রাম: অনার্স শ্রেণীর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে নগরীর ডা.খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঢুকে শিবিরের নেতাকর্মীরা দাওয়াতি কার্যক্রম চালিয়েছে বলে অভিযোগ করে একটি বিবৃতি দিয়েছে নগর ছাত্রলীগ।
বিবৃতিতে ছাত্রলীগ আরও অভিযোগ করেছে, শিবির পরীক্ষার্থী উসকানিমূলক রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছে।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
খাস্তগীর স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে দাওয়াতি কার্যক্রমের বেশকিছু ছবি সম্প্রতি মহসিন কলেজ শাখা ছাত্রশিবির তাদের ফেসবুক পেইজে প্রকাশ করেছে। ফেসবুকে ছবি দেখেই মূলত নগর ছাত্রলীগ ঘটনার দু’দিন পর বিবৃতি দিতে উদ্যোগী হয়েছে বলে মুঠোফোনে বাংলানিউজকে জানিয়েছেন সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি।
যৌথ বিবৃতিতে নগর ছাত্রলীগের দু’নেতা বলেন, ডা.খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিবির ক্যাডাররা স্দলবলে প্রবেশ করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন উস্কানীমূলক দিয়েছে বলে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে।
পরীক্ষাকেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে বহিরাগতদের প্রবেশে বিধি নিষেধ থাকলেও শিবির কোন ধরনের নিয়ম-কানুনের কোন তোয়াক্কা করেনি বলে আমরা নিশ্চিত হয়েছি। এতে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের মনযোগে ব্যাঘাত সৃষ্টি হয়।
বহিরাগত শিবিরের নেতাকর্মীরা কিভাবে পরীক্ষাকেন্দ্রে ঢুকল তা তদন্তেরও দাবি জানিয়েছে ছাত্রলীগ।
বাংলাদেশ সময়: ১৮১৪ঘণ্টা, ডিসেম্বর ২০,২০১৪