ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় মারামারিতে ছাত্রলীগ নেতাসহ আহত ৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
রাঙ্গুনিয়ায় মারামারিতে ছাত্রলীগ নেতাসহ আহত ৪

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের সঙ্গে মারামারিতে এক ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাসহ চারজন আহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।



আহতরা হলেন, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.মফিজুর রহমান (১৮), তার বাবা আজিজুর রহমান (৫০), চাচা মো.হারুন (৪৫) এবং স্থানীয় প্রতিবেশি হারুনুর রশিদ (৪০)।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লাহ অলি বাংলানিউজকে বলেন, মফিজুরের পরিবারের সঙ্গে স্থানীয় বিএনপি সমর্থক এক পরিবারের বিরোধ আছে।
ওই বিরোধে লাঠি, লোহার রড নিয়ে মারামারি হয়েছে।

এদিকে মারামারির পর আহতদের বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক শিলাব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, আহতদের অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, ডিসেম্বর ২০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।