চট্টগ্রাম: সকাল থেকে রাত। বইঘরটিতে ভিড় লেগে থাকে সারাক্ষণ।
চিত্রটি চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় নগর যুবলীগের বইঘরের। ‘জ্ঞানের আলো ছড়াও তরুণ’ শিরোনামে যুবলীগ এ বুকস্টলটি চালু করেছে গত বৃহস্পতিবার থেকে।
নগর যুবলীগের সৃজনশীল এ কর্মকাণ্ডে উচ্ছ্বসিত যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারাও।
বুকস্টলের সার্বিক দায়িত্বে থাকা নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বাংলানিউজকে বলেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের সার্বিক নির্দেশনা ও পরিকল্পনায় আমরা বিজয় মেলায় বুকস্টলটি দিয়েছি। এ বছর ঢাকায় বইমেলায়ও যুবলীগ একটি স্টল দিয়েছিল। সেই স্টল মেলায় ব্যাপক সাড়া জাগিয়েছিল।
বইমেলার স্টলে সাড়া পাওয়ার পর যুবলীগ চেয়ারম্যান চট্টগ্রামের বিজয় মেলায়ও অনুরূপ একটি বুকস্টল খোলার নির্দেশ দেন বলে জানান ফরিদ মাহমুদ।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুক স্টলে প্রায় দেড় হাজার বইসহ যুবলীগের যুব গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত বিভিন্ন ধরনের প্রকাশনা রাখা হয়েছে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, ‘দ্যা কোয়েস্ট ফর ভিশন-২০২১-শেখ হাসিনা’, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন, গণতন্ত্রের জন্য সংগ্রাম, ‘পিপল এমপাওয়ারমেন্ট: এ পিস মডেল বাই শেখ হাসিনা’, ‘গ্লোবাল পিস: রোল অব শেখ হাসিনা’, ‘বায়োগ্রাফি অব শেখ হাসিনা: চ্যালেঞ্জেস অব পিস’, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, জাতিসংঘের চার দশক: বিশ্বের চোখে বাংলাদেশ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরিবর্তনের ডাক, উন্নয়নে দরকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার, হেফাজতের তাণ্ডব, জিয়াউর রহমান যদি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন তাহলে খালেদা জিয়ার স্বামী মেজর জিয়া কে ?, বিশ্বনেতাদের চোখে বাংলাদেশের অর্জনসহ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন প্রকাশনা স্থান পেয়েছে এই স্টলে।
এছাড়া যুবলীগের বিভিন্ন পুস্তিকা, প্রচারপত্র, বুকলেট, ছবির অ্যালবাম, বিভিন্ন লেখকের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বই স্টলে রাখা হয়েছে।
আয়োজকরা জানালেন, প্রতিদিন শিক্ষার্থী, তরুণ-যুবকরা এসে বইঘরে রাখা প্রকাশনা দেখার পাশাপাশি কিনেও নিচ্ছেন। বিশেষ মুক্তিযুদ্ধের উপর লেখা বই বিক্রি বেশি হচ্ছে বলে তারা জানান।
নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বাংলানিউজকে বলেন, প্রচলিত ধারার রাজনীতির বিপরিতে যুব সমাজের মধ্যে মেধা, মনন এবং সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে বিজয় মেলায় আমরা বুক স্টল চালু করেছি। আলোকিত সমাজ আর আলোকিত যুব সমাজ গড়তে নগর যুবলীগ এ ধরনের কর্মকান্ড সবসময় অব্যাহত রাখবে।
নগরীর কাজির দেউড়িতে আউটার স্টেডিয়ামে গত ১ ডিসেম্বর থেকে চলছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
চট্টগ্রামের সর্বস্তরের মানুষের ‘প্রাণের মেলা’ হিসেবে পরিচিত সেই আয়োজনে বসেছে হরে রকম পণ্যের হাট। মাটির তৈরি তৈজসপত্র, গৃহসজ্জার উপকরণ, রান্নাঘরের তৈজসপত্র, দা-ছুরি-বঁটি, শাড়ি, সালোয়ার কামিজ, শাল, গহনা, জুতা, স্যান্ডেল, ইলেকট্রনিকস পণ্য, আচার, নানা ধরনের খাবার পণ্য, কি নেই মেলায়!
সেই পণ্যের মেলায় ব্যতিক্রমী আয়োজন যুবলীগের বইঘর সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া ফেলেছে। যুবলীগের এ উদ্যোগে বিজয় মেলায় কিছুটা হলেও মেধা ও মননের ছাপ পড়েছে বলে মনে করছেন মেলার আয়োজকরা।
যুবলীগের বুক স্টল চালু থাকবে ৩১ ডিসেম্বর মেলা চলাকালীন সময় পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০৪১ঘণ্টা, ডিসেম্বর ২০,২০১৪