ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শুচিয়া হাইস্কুলের হীরক জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
শুচিয়া হাইস্কুলের হীরক জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে স্কুলটির প্রাক্তন ছাত্র-ছাত্রী ফাউন্ডেশন।

শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।



প্রাক্তন ছাত্র-ছাত্রী ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট পূর্ণেন্দু বিকাশ চৌধুরীর সভাপতিত্বে এবং রূপেন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৃষিত চৌধুরী, প্রাক্তন ব্যাংকার সুধীর চৌধুরী, উৎপল ভট্টাচার্য্য, ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাখাল চন্দ্র ধর, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রবীন্দ্রলাল চৌধুরী, জিতেন চৌধুরী, প্রাক্তন শিক্ষয়িত্রী দিপালী ভট্টাচার্য্য, অলিয়ঁজ ফ্রঁসেসের শিক্ষক আশীষ কুমার সেন, প্রধান শিক্ষক রতন চক্রবর্তী প্রমুখ।


সভায় হীরক জয়ন্তী উৎসব পালনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৫ সালের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে হীরক জয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত হয়েছে সভায়।

বাংলাদেশ সময়: ২২০০ঘণ্টা, ডিসেম্বর ২০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।