ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ-কোরিয়ার সম্পর্কের ৪১ বছর

বন্ধুত্ব অটুট ও অম্লান থাকবে: সুফী মিজান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
বন্ধুত্ব অটুট ও অম্লান থাকবে: সুফী মিজান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বাংলাদেশ ও কোরিয়ার কুটনৈতিক সম্পর্কের ৪১ বছর প‍ূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ কোরিয়ার দূতাবাস ”চার্ম অফ কোরিয়া” নামে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।



শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহআলম বীরউত্তম মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের চেয়ারম্য‍ান সুফি মুহম্মদ মিজানুর রহমান চৌধুরী।

সুফি মুহম্মদ মিজানুর রহমান বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘসময়ের।
কোরিয়ার সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অত্যান্ত সুদৃঢ়। এ বন্ধুত্ব অটুট ও অম্লান থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লী ইউন ইয়াং, সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল, পিএইচপি ফ্যামিলির সদস্য মোহম্মদ মোহসিন, ইকবাল হোসেন চৌধুরী, আলী হোসেন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, কোরিয়ান এম্বেসীর কাউন্সিলর বে জুন হো, কোরিয়ান কমিউনিটি প্রেসিডেন্ট মিং ইউন হি, ফিলিপাইনের অনারারী কনসাল এম এ আউয়াল, রোটারিয়ান পিডিজি ড. মীর আনিসুজ্জামান।

অনুষ্ঠানের ৬টি পর্বে মোট ৯ জন কোরিয়ান শিল্পী সংগীত পরিবেশন করেন। এর মূল আর্কষন ছিল কোরিয়ান শিল্পীদের মুখে বাংলা গান। তারা ২টি বাংলা গান পরিবেশন করেন। যার মধ্যে একটি ” আমি বাংলায় গান গাই” উপস্থিত  দর্শকদের মন জয় করে নেয়।

এছাড়া তারা কয়েকটি ইংরেজি, কোরিয়ান ক্লাসিক, কোরিয়ান ফোকসহ মডার্ণ গান পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে কয়েকজন কোরিয়ান বিখ্যাত শিল্পী সংগীতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২২০ঘণ্টা, ডিসেম্বর ২০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।