ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বার্ষিক কারাতে ক্যাম্পে আসছেন ড. ডেইভ হুপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
বার্ষিক কারাতে ক্যাম্পে আসছেন ড. ডেইভ হুপার

চট্টগ্রাম: জেকেএ বাংলাদেশ অ্যাফ্রোইউরেশিয়ার উদ্যোগে আগামী ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে দু’দিন ব্যাপি বার্ষিক কারাতে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।



চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)’র সহযোগিতায় ক্যাম্পে প্রশিক্ষণ দেবেন জাপানের জেকেএ কারাতে প্রশিক্ষক ড. ডেইভ হুপার।

কারাতে ক্যাম্পে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জেনারেল সেক্রেটারি আ.জ.ম. নাসিরউদ্দিন।
  উদ্বোধন করবেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আলী আহসান বাদল।

আয়োজকরা বাংলানিউজকে জানান, দেশের নানা স্থানের কারাত ক্লাব থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর।   রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীরা সিজেকেএস কারাতে কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।  

প্রতিদন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ ক্যাম্প চলবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।