ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
চট্টগ্রামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: স্ত্রী খুনের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদুল ইসলাম চৌধুরীকে(৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তার রাশেদুল ইসলাম করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশের সীতাকুণ্ড সার্কেলের সিনিয়র এএসপি মো. সালাউদ্দিন সিকদার বাংলানিউজকে বলেন,‘যৌতুকের জন্য স্ত্রীকে খুন করার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ’

২০০৯ সালের ১০ অক্টোবর মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের হাজি বাদশা মিয়ার বাড়িতে যৌতুকের জন্য স্ত্রী আনোয়ারা বেগমকে খুন করে স্বামী রাশেদুল ইসলাম। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ বিচারক রাশেদুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে পলাতক ছিলেন আসামী রাশেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।