ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
চট্টগ্রামে চাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় মো. দেলোয়ার(৩৫) নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টা ৫মিনিটের দিকে এ ঘটনা ঘটে।



ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ী।

আহত চাল ব্যবসায়ী মো. দেলোয়া‍র সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর ধুনাইল গ্রামের মো. রহমানের ছেলে।
নগরী বায়েজিদ বোস্তামি থানার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মোড় এলাকায় চাল ও আলুর গুদাম রয়েছে।

মো. দেলোয়া‍র বাংলানিউজকে বলেন,‘শনিবার রাত ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য বাংলাবাজার এলাকায় সড়কের পাশে এসে দাঁড়ায়। গাড়িতে উঠতে যাব এমন সময় হঠাৎ করে কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপাতে শুরু করে। আমার চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। ’

তিনি বলেন,‘মাঝিরঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রহমানের মালিক মো. নেওয়াজের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তার কাছ থেকে পাওনা ২৫ লাখ টাকা দাবি করলে তিনি আমার উপর ক্ষিপ্ত হন। এর আগেও তার লোকজন আমাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত নভেম্বরে তার বিরুদ্ধে একটি জিডি করেছিলাম। আমি সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করবো। ’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বলেন,‘শনিবার রাতে আহতবস্থায় এক ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ’

বায়েজিদ বোস্তামি থানার উপ পরিদর্শক মো. সায়েম বাংলানিউজকে বলেন,‘রোববার সকালে ঘটনাটা শুনেছি। পরে হাসপাতালে গিয়ে আহত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ী মামলা দায়ের করলে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’’

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।