চট্টগ্রাম: বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক জিয়ার শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসিচব(প্রশাসন)এমদাদ হোসেন মতিন।
মানববন্ধনের পর তারেক রহমানের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচী রয়েছে।
কর্মসূচীতে সকল মুক্তিযোদ্ধা, শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের নাগরিকদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের কমান্ডার মো.সাহাবউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘন্টা, ডিসেম্বর ২১, ২০১৪