ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে তারেক রহমানের কুশপুত্তলিকায় আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
মিরসরাইয়ে তারেক রহমানের কুশপুত্তলিকায় আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই: মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে উপজেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।

সোমবার দুপুরে নিজামপুর কলেজ এবং মিরসরায় কলেজ ও পৌর শাখার যৌথ উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।



কর্মসূচিতে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের কুশপুত্তলিকায় আগুন দেয় সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, তারেক রহমানকে তার বেফাঁস বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
ক্ষমা না চাওয়া পর্যন্ত মিরসরাইয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠকে কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

মিরসরাই কলেজ ও পৌর শাখার সমাবেশে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. এমরান, পৌর ছাত্রলীগের সভাপতি আল ফায়হাত সংগ্রাম, সাধারন সম্পাদক মো. জাফর হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক সাইদুজ্জমান রিফাত প্রমুখ।

নিজামপুর কলেজের সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায় মাইনুর রানা, নিজামপুর কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইদুল ইসলাম নয়ন, যুগ্ন আহবায়ক লিটু চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।