ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে গণধোলাইয়ে আহত একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
সীতাকুণ্ডে গণধোলাইয়ে আহত একজনের মৃত্যু ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ডিবি পরিচয়ে অপহরণের সময় গণধোলাইয়ে আহত চার অপহরণকারীর মধ্যে মো. তোফাজ্জল(৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এর আগে দুপুরে এক ব্যবসায়ীকে অপহরণের সময় চারজনকে ধরে গণধোলাই ও বহনকারী প্রাইভেট কারটি পুড়িয়ে দিয়েছে স্থানীয় লোকজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি মাদাম বিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন,‘গণধোলাইয়ের শিকার হয়ে গুরুতর আহতবস্থায় ভর্তি হওয়া চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ’

অন্য তিনজনের মধ্যে দুইজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ড ও একজনকে ২৮ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজন হলেন- এনামুল(৪০) ও বেলায়েত(৪০)। আরেকজনের নাম জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

** ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা: চারজনকে গণধোলাই, গাড়িতে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।