ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্রিকেট বলে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, ডিসেম্বর ২৪, ২০১৪
ক্রিকেট বলে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ক্রিকেট খেলার সময় অণ্ডকোষে বল লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।



নিহতের নাম মো. রবিন (১৬)। সে ওই এলাকার মো. শাহ আলমের পুত্র।


নিহতের চাচা মো. ইদ্রিস বাংলানিউজকে জানান, সকালে বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলার সময় তার অণ্ডকোষে বল লাগে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘রবিন ভাটিয়ারি সরকারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পড়ে আর স্কুলে যায়নি। সে নিজের বাড়িতেই থাকতো। ’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, নিহতের আত্মীয় স্বজনের পক্ষ থেকে বল লেগে আহত হওয়ার কথা বলা হয়েছে। তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।