মিরসরাই: উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন আহত হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় আহতরা হলেন, চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার হুসায়ুন কবির (৩৫), নোয়াখালীর লক্ষীপুর এলাকার আকবর হোসেন (৩৫), এবং নোয়াখালির চৌমুহনী এলাকার শারমিন আক্তার (২৫) ।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, জোনাকি পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। মিঠাছড়া এলাকায় আসার পর একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১৪