চট্টগ্রাম: নগরীর নালা নর্দমা থেকে উত্তোলিত আবর্জনা সরিয়ে নিতে দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।
তিনি বলেন,‘নালা-নর্দমা থেকে উত্তোলিত মাটি ও আবর্জনা সঙ্গে সঙ্গে অপসারণ করতে হবে।
বুধবার বিকালে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চলছে জানিয়ে সিটি মেয়র এম মনজুর আলম বলেন,‘নগরবাসীর শান্তি ও স্বস্তি নিশ্চিত করতে মশক নিধন, নালা-নর্দমা পরিষ্কার রাখা অপরিহার্য। ’
নির্ধারিত তারিখের ক্র্যাশ প্রোগ্রামে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও নারী কাউন্সিলরদেরকে উপস্থিত থেকে ক্র্যাশ প্রোগ্রাম সফল করার পরার্মশ দেন মেয়র।
স্প্রে কাজে দক্ষদের এ কাজে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র। তিনি নালা, নর্দমার মাটি-আবর্জনা উত্তোলন, অপসারণ কাজ দ্রুতগতিতে করারও নির্দেশ দেন।
বৈঠকে মশার উৎপাত বেড়ে যাওয়ায় ১৫ ডিসেম্বর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে নালা নর্দমা পরিষ্কার, মশার ওষুধ ছিটানো এবং মশা-মাছির উৎপত্তির উৎসগুলোতে ওষুধ ছিটানোর ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বৈঠকে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী, পরিচ্ছন্ন কর্মকর্তা কানুকান্তি নাথ ও মোরশেদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪