চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে একটি নৌকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।
বুধবার গভীর রাত পৌনে ১টার দিকে নৌবাহিনীর জাহাজ ‘নির্ভীক’র সদস্যরা এ অভিযান চালান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌকাটিতে অভিযান চালানোর আগ মুহুর্তে সেখানে থাকা লোকজন দ্রুত আরেকটি নৌকা নিয়ে পালিয়ে যায়।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে চার কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩২০, ডিসেম্বর ২৫,২০১৪