ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: খসরু আমির খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম: সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেনের বাসার সামনে বোমা বিস্ফোরণের জন্য সরকারি দলের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আমির খসরু মাহমুদ চৌধুরী এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি সরকারি দল আওয়ামী লীগ ও এর দু’টি সহযোগী সংগঠনের কঠোর সমালোচনা করেন।

আমির খসরু বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখলে রাখতে ছাত্রলীগ-যুবলীগকে দিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
ডা.শাহাদাৎ হোসেনের সামনে বোমা হামলা এর প্রতিফলন।

তিনি বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাস এবং প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করছে। সারা দেশে দখল টেন্ডারবাজির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নাম জড়িয়ে আছে। সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা তো নিচ্ছেই না বরং প্রশাসন তাদের সহযোগিতা করছে।

দেশকে নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্ত করতে হলে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার গভীর রাত ১২টার দিকে নগরীর চকবাজার থানার বাদশা মিয়া সড়কে ডা.শাহাদাৎ হোসেনের বাসার সামনে তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহাদাতের অভিযোগ, ছাত্রলীগের নামে শ্লোগান দিতে দিতে ৫০-৬০ জন এসে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ডিসেম্বর ২৫,২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।