ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা কাইছারের মৃত্যুবার্ষিকী পালন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা কাইছারের মৃত্যুবার্ষিকী পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীতে বৃহস্পতিবার ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক কাইছার হোসেনের ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করেছে।



মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও নগর ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে পটিয়ায় কাইছার হোসেনের গ্রামের বাড়িতে কবর জেয়ারত ও মোনাজাত করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সভায় ছাত্রলীগ নেতারা স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে কাইছারের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

সভায় কেন্দ্রীয় সহ সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, নগর যুবলীগের সদস্য দিদারুল রহমান তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক ইলিয়াস উদ্দিন ও সদস্য আলী রেজা পিন্টু, আবদুর রাজ্জাক, সেলিম উদ্দিন, নাজমুল সাকিব, এমইএস কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ সুমন, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীর, পরিবেশ সম্পাদক আকতার হোসেন সৌরভ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।