ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে ক্ষতিগ্রস্থদের মধ্যে মেয়রের ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
আগুনে ক্ষতিগ্রস্থদের মধ্যে মেয়রের ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর হালিশহর সমবায় সিঙ্গাপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।

মেয়রের পারিবারিক সাহায্য সংস্থা মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি, কাপড় ও কম্বল বিতরণ করা হয়।



এসময় সিটি মেয়র এম মনজুর আলম বলেন, অগ্নিকাণ্ডের ক্ষতি পুষিয়ে দেয়ার মত সক্ষমতা কারো নেই। আল্লাহ তায়ালা মানুষকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন।
বিপদে ধৈর্য্য ধরে যে কোন পরিস্থিতির মোকাবেলা করতে হবে।

তিনি বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, মো.ফয়েজুল ইসলাম, মো.কামাল সর্দ্দার, মনজুর মিয়া, শহীদ হোসেন, শহীদুল হক বাবু, আবদুর রহিম, মো.আকরাম, মোস্তাফিজুর রহমান, মো.হারুন, আবদুর রব,শহীদুল আলম বাবুল ও ফজলুর রহমান মজুমদার।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।