ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপায় শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপায় শ্রমিক নিহত

চট্টগ্রাম: বন্দরের ১৩ নম্বর জেটিতে কন্টেইনার ‍চাপায় সমীর নাথ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের কেমশ নাথের সন্তান সমীর লরি চালকের সহকারী। বৃহস্পতিবার রাতে জাহাজে পণ্য তোলার জন্য গাড়ির সিল নাম্বার সংগ্রহের সময় কন্টেইনার চাপা পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল জাহাঙ্গীর আলম বাংলানিউজিকে বলেন, জাহাজে পণ্য উঠাতে সিল নম্বর সংগ্রহের সময় কন্টেইনার চাপা পড়েন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বার্থ অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজের কর্মরত শ্রমিক সৌরভ বাংলানিউজকে জানান, জাহাজে পণ্য ভর্তি কন্টেইনার উঠাতে লরির সিল নম্বর সংগ্রহ করতে যান চালকের সহকারী সমীর। কন্টেইনার রোলিং করার সময় চাপা পড়েন।

বাংলাদেশ সময়:১১৫০ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।