ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সম্রাট গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
লোহাগাড়ায় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সম্রাট গ্রেফতার

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার দুর্ধর্ষ সন্ত্রাসী মীর কাসেম প্রকাশ সম্রাটকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কুটিবিলা ইউনিয়নের ওয়াজউদ্দিন শিকদার পাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে।



 এসময় একটি দেশিয় এলজি, পাঁচটি কার্তুজ ও অত্যাধুনিক ছুরি উদ্ধার করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাজাহান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে শিকদার পাড়ায় একটি বাড়িতে জায়গা দখল করতে যান সন্ত্রাসী কাসেম।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এসময় তার কাছ থেকে একটি দেশিয় এলজি, পাঁচটি কার্তুজ ও একটি অত্যাধুনিক ছুরি উদ্ধার করা হয়।

ওসি জানান, কাসেমের বিরুদ্ধে লোহাগাড়া থানায় চাঁদাবজিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।