ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভেল্লাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
ভেল্লাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার ভেল্লাপাড়া এলাকায় বাসের ধাক্কায় মুসলেম উদ্দিন(২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রুহুল আমীন নামে আরেকজন আহত হয়েছেন।



বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলেম উদ্দিন বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর।


তিনি বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় হানিফ এন্টার প্রাইজের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহী মুসলেম উদ্দিনকে ধাক্কা দিলে ছিটকে পড়েন।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রুহুল আমীন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৫ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।