ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে তিন কেজি স্বর্ণ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
শাহ আমানতে তিন কেজি স্বর্ণ উদ্ধার ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি ৮০০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার রাতে ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর লাগেজের ভেতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

লাগেজটি বিমানবন্দরের টললেটে পড়েছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জেম হক বাংলানিউজকে বলেন, এয়ারপোর্টের টয়লেটের ভেতর পড়ে থাকা একটি লাগেজে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণবার গুলো পাওয়া যায়।


চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার তপন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় দুই কেজি ৮০০ গ্রাম। এর বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।