ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লবণবাহী ট্রাক থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, ডিসেম্বর ২৬, ২০১৪
লবণবাহী ট্রাক থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় লবনবাহী একটি ট্রাক থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইয়াবাগুলো উদ্ধার হয়।

এসময় পুলিশ বহনকারী ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে।

আটককৃতের নাম আব্দুর রহমান ও সৈয়দ আমির।
তাদের দুইজনের বাড়িই কক্সবাজার জেলায়।

চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ধীমান মজুমদার বাংলানিউজকে জানান, ইয়াবাগুলো লবনবাহী ট্রাকে করে টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিতে তল্লাশী চালানো হয়। ড্রাইভারের সিটের পেছনের দিকে সুকৌশলে পলিথিন মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

আটক দুইজনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা তিনি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।