চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় লবনবাহী একটি ট্রাক থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইয়াবাগুলো উদ্ধার হয়।
আটককৃতের নাম আব্দুর রহমান ও সৈয়দ আমির।
চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ধীমান মজুমদার বাংলানিউজকে জানান, ইয়াবাগুলো লবনবাহী ট্রাকে করে টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিতে তল্লাশী চালানো হয়। ড্রাইভারের সিটের পেছনের দিকে সুকৌশলে পলিথিন মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
আটক দুইজনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা তিনি।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪