চট্টগ্রাম: রাজধানীর খিলগাঁও কলোনি মাঠের পরিত্যক্ত গর্তে শিশু পড়ে যাওয়ার ঘটনায় সেখানকার প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগ এনে জাহাঙ্গীর আলম ও মেসার্স এসআর হাউসের বিরুদ্ধে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু আগে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিকেল সাড়ে ৪টায় বন্ধুদের সঙ্গে খেলার সময় দুর্ঘটনাবশত জিহাদ (৪) পরিত্যক্ত গর্তের খোলামুখ দিয়ে ৪শ’ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রতিবেদনটি লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টায়ও শিশুটিকে উদ্ধার করা যায়নি।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪/আপডেট ২২২৮ ঘণ্টা