ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
চট্টগ্রাম শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত ফাইল ফটো

চট্টগ্রাম: ঘনকুয়াশার কারণে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানাম বিঘ্নিত হচ্ছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে আবুধাবী থেকে আসা এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজ ঘনকুয়াশার শাহ আমানত বিমানবন্দরের অবতরণ করতে পানেনি।



বিমান ওঠানামা বিঘ্নিত হওয়ার কারণে নিয়মিত সিডিউল বিলম্বিত হচ্ছে। অভ্যন্তরীণ রুটেও দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যেতে পারেনি।


সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘনকুয়াশার কারণে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ না থাকলেও বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।