ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান ইস্পাহানি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান ইস্পাহানি মির্জা সালমান ইস্পাহানি ও আবদুল হাই চৌধুরী

চট্টগ্রাম: বিনা প্রতিদ্বন্দ্বিতায় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা সালমান ইস্পাহানি। গত বুধবার টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।



এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি সভাপতি এবং রুবি টি স্টোরের স্বত্বাধিকারী আবদুল হাই চৌধুরী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাধারণ বিক্রেতা গ্রুপ থেকে বিজয় লাভ করেছেন আদীল হাসনাত চৌধুরী, এইচ এস এম জিয়াউল আহসান ও বশিরুল আলম চৌধুরী।
সাধারণ ক্রেতা গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ হোসেন পেশনামাজ, মোহাম্মদ ইদ্রিস, শাহ মঈনুদ্দিন হাসান, এম মুসলিম উদ্দিন ও মো. সেলিম খাদিম। সাধারণ ব্রোকার গ্রুপ থেকে সদস্য হয়েছেন এম সাইফুল ইসলাম, সাধারণ ওয়্যার হাউস গ্রুপ থেকে গোলাম মোস্তফা, সহযোগী সদস্য গ্রুপ থেকে আবদুর রশিদ, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, ইকবাল হোসেন ও মৃদুল কান্তি চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।