ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আবর্জনা অপসারণে যুক্ত হয়েছে আরও তিন ওয়াগন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
আবর্জনা অপসারণে যুক্ত হয়েছে আরও তিন ওয়াগন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর মাটি ও আবর্জনা অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের গাড়ি বহরে যুক্ত হয়েছে আরও তিনটি  ট্রাক্টর ওয়াগন।

শনিবার সকালে নগরীর সাগরিকায় করপোরেশনের স্টোর চত্বরে উদ্বোধনের মধ্যে দিয়ে ট্রাক্টরগুলো গাড়ি বহরে যুক্ত করেন সিটি মেয়র এম মনজুর আলম।



ওয়াগনগুলোর উদ্বোধন অনুষ্ঠানে সিটি মেয়র বলেন,‘প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখাকে উপকরণ দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। ফলে আবর্জনা অপসারণ ও মাটি উত্তোলনে আর কোন প্রতিবন্ধকতা থাকল না।


পরিচ্ছন্নতা, খাল, নালা-নর্দমা থেকে মাটি ও আবর্জনা অপসারনে নগরবাসির সহযোগিতা কামনা করেন মেয়র।

ট্রাক্টর ওয়াগন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এয়াকুব নবী, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল হুদা সিদ্দিকী, পুল কর্মকর্তা মো. মির্জা ফজলুল কাদের, সহকারী প্রকৌশলী সুদীপ বসাক, উপ-সহকারী প্রকৌশলী মো. শামসুল জামান সেলিম।

করপোরেশন সূত্র জানায়, আবর্জনা অপসারণে ৫২ লাখ টাকা ব্যয়ে ৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রাক্টর ওয়াগন কিনেছে সিটি করপোরেশন। গাড়িগুলো সরবরাহ করেছে কনফিডেন্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad