চট্টগ্রাম: রেলপথ মন্ত্রী মুজিবুল হক রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে ডিজেল ও ক্যারেজ ওয়ার্কশপ পরিদর্শন করেছেন।
রোববার দুপুর একটার দিকে মন্ত্রী ওয়ার্কশপ পরিদর্শন করেন।

মন্ত্রী ওয়ার্কশপের মেরামত কাজ পরিদর্শন করেন ও উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিদ্যমান বিভিন্ন সমস্যা সর্ম্পকে অবহিত হন।
সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বাংলানিউজকে জানান, রেলমন্ত্রীসহ আমরা ওয়ার্কশপগুলো পরিদর্শন করেছি। বিভিন্ন সমস্যা বিষয়ে জানতে পেরেছি এবং সমস্যা সমাধানে করণীয় সর্ম্পকে বিকেলে বৈঠকে আলোচনা করা হবে।

এর আগে সকাল ১১টা ১৫মিনিটে রেলমন্ত্রী সার্কিট হাউসে এসে পৌঁছান। এরপর মন্ত্রী পূর্বাঞ্চলীয় রেলওয়ে সদর দপ্তর সিআরবিতে ডিজেল ওয়ার্কশপ ও ক্যারেজ ওয়ার্কশপ পরিদর্শন করেন। এছাড়া মন্ত্রীর রেলওয়ে প্রশিক্ষণ কেন্দ্র, লোকশেড ও মার্শালিং এয়ার পরিদর্শনেরও কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪