ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্যার আশুতোষ সরকারী কলেজ

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: স্যার আশুতোষ সরকারী কলেজের ৭৫ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উৎসব উদযাপন কমিটি ও কার্যকরী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি আয়োজিত এ সভা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।



সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সহ-সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও সদস্য চট্টগ্রাম সরকারী কলেজের প্রানিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক অজিত শীল।

কমিটির সদস্য সচিব মো. আবদুল মোমিনের সঞ্চালনায় সভায় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।


এতে আলোচনায় অংশ নেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যকরী সভাপতি মো আবদুল মান্নান, উপদেষ্টা মামুন উর রশীদ, উদযাপন পরিষদের সদস্য তিনকড়ি চক্রবর্তী, এডভোকেট আনোয়ারুল কবীর চৌধুরী, সমিতির উপদেষ্টা অমল কান্তি নাথ, সহ সভাপতি দীপেন চৌধুরী, সাধারন সম্পাদক মুস্তফা নঈম, যুগ্ম সাধারন সম্পাদক মো. কামাল উদ্দীন, সহ সম্পাদক সালাহ উদ্দীন গবি, এসএম হাসান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সামশুদ্দীন আহম্মদ, কোষাধ্যক্ষ এহসানুল হক চোধুরী খসরুসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।