চট্টগ্রাম: নগরীতে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ইয়াবা সম্রাট আলাউদ্দিন আলোসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
এর মধ্যে অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় একমাত্র আসামি আলাউদ্দিন আলো’র দু’দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম তাদের রিমাণ্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলানিউজকে বলেন, দু’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে পাঁচদিন করে রিমাণ্ডের আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় দুইদিন এবং মাদক মামলায় তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
শনিবার র্যাবের চট্টগ্রাম জোনের উপ সহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদি হয়ে নগরীর হালিশহর থানায় দু’টি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার রাতে নগরীর হালিশহর মধ্যম রামপুর ও গাজীপুরের টঙ্গী থেকে ২ লাখ ১৫ হাজার ৩১৪ ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ ৯৯ হাজার ৬০ টাকা, বিভিন্ন ব্যাংকের আটটি চেক বই, গাড়ি, অস্ত্র, গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
রোববার অস্ত্র মামলায় আলাউদ্দিন আলোকে এবং মাদক মামলায় আলোসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪