ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মির্জা খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
মির্জা খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর মির্জাখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। রোববার নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।



অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি বাংলানিউজকে বলেন,‘মির্জাখালের ভেতর অবৈধভাবে দখল করে কাঁচা-পাকা স্থাপনা তৈরি করেছে দখলদাররা।
রোববার সকালে অভিযান চালিয়ে খালের ১৫০ ফুট অংশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ’

অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।