চট্টগ্রাম: নগরীর মির্জাখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। রোববার নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি বাংলানিউজকে বলেন,‘মির্জাখালের ভেতর অবৈধভাবে দখল করে কাঁচা-পাকা স্থাপনা তৈরি করেছে দখলদাররা।
অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪