সিটি মেয়র:
বড়দিন উপলক্ষে সন্ধ্যা সাতটায় খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠান নগরীর সিটি গেইট মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে।
শোকসভা:
পণ্ডিত বিজন কুমার চৌধুরীর নাগরিক শোকসভা সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি:
গাউসুল আজম কনফারেন্স লালদীঘি ময়দানে।
বৈশাখী টিভি:
চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে বিকাল পাঁচটায় ১০ বছর পূর্তি উৎসব, নগরীর মুসলিম হলে।
পিএসটিসি:
নন্দনকাননের ফুলকি প্রাঙ্গনে যুব সমাবেশ ও মেলা।
অখন্ড মণ্ডলী:
স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসবের শতবর্ষ পূর্তি জে এম সেন হল প্রাঙ্গণে।
ত্রিতরঙ্গ:
একাত্তরের কবিতা ও চিঠি পাঠের অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪