চট্টগ্রাম: নগরীর চট্টেশ্বরী এলাকায় বিএনপির মিছিল থেকে ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।
সোমবার হরতালের সমর্থনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নের্তৃত্বে নগরীর মেহেদীবাগ এলাকা থেকে মিছিল বের করা হয়।

মিছিল নিয়ে নাসিমন ভবনের দিকে যাওয়ার সময় চট্টেশ্বরী এলাকায় বাধা দেয় পুলিশ।
পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

পরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহসভাপতি আবু সুফিয়ান কয়েকজন কর্মী নিয়ে নাসিমন ভবনের সামনে যান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, আটক পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাজীপুরে বেগম খালেদা জিয়াকে জনসভা করতে না দেয়া, গয়েশ্বর রায়সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪