ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টেশ্বরী থেকে পাঁচ বিএনপি কর্মী আটক

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
চট্টেশ্বরী থেকে পাঁচ বিএনপি কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

চট্টগ্রাম: নগরীর চট্টেশ্বরী এলাকায় বিএনপির মিছিল থেকে ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।



সোমবার হরতালের সমর্থনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নের্তৃত্বে নগরীর মেহেদীবাগ এলাকা থেকে মিছিল বের করা হয়।
ctg_hartal_banglanews24_1
মিছিল নিয়ে নাসিমন ভবনের দিকে যাওয়ার সময় চট্টেশ্বরী এলাকায় বাধা দেয় পুলিশ।
এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়।

পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
ctg_hartal_banglanews24_2
পরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহসভাপতি আবু সুফিয়ান কয়েকজন কর্মী নিয়ে নাসিমন ভবনের সামনে যান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, আটক পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ctg_hartal_banglanews24_3
গাজীপুরে বেগম খালেদা জিয়াকে জনসভা করতে না দেয়া, গয়েশ্বর রায়সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪


** চট্টগ্রামে নিরুত্তাপভাবে চলছে ২০ দলের হরতাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।