ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দৃশ্যছায়া’র মুক্তধারা চলচ্চিত্র উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
দৃশ্যছায়া’র মুক্তধারা চলচ্চিত্র উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

চট্টগ্রাম: দৃশ্যছায়া প্রোডাকশন হাউজের মুক্তধারা চলচ্চিত্র উৎসব নগরীর থিয়েটার ইনস্টিটিউটের লেকচার হলে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

১৮৯৫ সালের এ দিনে লুমিয়ের ব্রাদার্স সর্বপ্রথম ‘দি ট্রেইন রিচড দ্যা স্টেশন’ চলচ্চিত্রটি প্রদর্শন করে।

এ দিনটিকে উদযাপন করতে উৎসবে লুমিয়ের ব্রাদার্সের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়া দৃশ্যছায়ার নিজস্ব প্রযোজনার সাথে চট্টগ্রামের কজন তরুণ নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শিত হয়।


দৃশ্যছায়ার কর্ণধার ইফতেখার আহমদ সায়মন বাংলানিউজকে বলেন,একদিন চট্টগ্রাম হবে মুক্তধারার চলচ্চিত্র নগরী। এটাই আমাদের স্বপ্ন।
ctg_1
দৃশ্যছায়ার প্রযোজনায় ইফতেখার আহমেদ সায়মন নির্মিত একটি ভিডিও ক্লিপ,ধামাচাপা,ম্যান উইথ মাস্ক, অনাকাঙ্কিত,দগ্ধা,সেই রাতে প্রদর্শিত হয়।

উৎসবে মাসউদুর রহমান নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সময় গেলে সাধন হবেনা, আবরার সিদ্দিকী নির্মিত পরিত্রাণ,মো.হাসিবুর রহমান নির্মিত কাগজের উড়োজাহাজ এবং বই প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।