ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকার শিক্ষাক্ষেত্রকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সরকার শিক্ষাক্ষেত্রকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

চট্টগ্রাম: শিক্ষিত সমাজ ছাড়া কোন রাষ্ট্রই এগোয় না, তাই সরকার শিক্ষাক্ষেত্রকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চর আলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।



পানি সম্পদ মন্ত্রী বলেন, শতবর্ষ অনুষ্ঠানের মতো কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি  করে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কায্যক্রম বৃদ্ধি পায়।
শিক্ষাক্ষেত্রে এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।

এসময় মন্ত্রী স্কুলের অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, বুড়িশ্চর ইউপি চেয়ারম্যান নুসরাত জাহান, স্কুলের প্রধান শিক্ষিকা সফিউন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, সোলাইমান, বুড়িশ্বর শেখ মো. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জয়নাল আবেদিন বেলাল, সম্মিলন স্কুলের প্রধান শিক্ষক নন্দন কুমার বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুছা চৌধুরী, মনছুরুল হক, আ ন ইউনুছ, আজিজুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।