ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে শিবির নেতা সহযোগিসহ গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সীতাকুণ্ডে শিবির নেতা সহযোগিসহ গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসাইন আনসারিকে (২৭) এক সহযোগিসহ আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।



চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বাংলানিউজকে জানান, হরতালে নাশকতা রোধে কুমিরা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো.শহীদুল্লাহর নেতৃত্বে একটি টিম দায়িত্ব পালন করছিল।

রবিউল হোসাইন আনসারিসহ কয়েকজন এসময় কুমিরা এলাকায় সড়কে এসে দাঁড়ান।
তাদের দেখে পুলিশ ধাওয়া দেয়। এসময় আনসারিকে এক সহযোগিসহ আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো.শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, আনসারিসহ শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী মিলে কুমিরা এলাকায় একটি বাড়িতে দুপুরে বৈঠক করেন। সেখান থেকে বের হয়ে তারা সড়কে আসেন। সড়কে গাড়ি ভাংচুরসহ নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

চলতি বছরের ৫ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের সহিংসতায় আনসারি ছিল অন্যতম নেতৃত্বদাতা। তার বিরুদ্ধে সীতাকুণ্ড, মিরসরাইসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি মামলা আছে বলে পুলিশ সূত্রে ‍জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।