ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লাঠি হাতে নিন: মহিউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, ডিসেম্বর ২৯, ২০১৪
লাঠি হাতে নিন: মহিউদ্দিন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নাশকতাকারিদের প্রতিরোধে লাঠি হাতে নেয়ার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সোমবার দুপুরে নগর আওয়ামী লীগের হরতাল বিরোধী এক সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চট্টগ্রামবাসী হরতাল চায়না।

যারা হরতাল মানতে বাধ্য করার জন্য নাশকতা করবে তাদের প্রতিরোধ করতে হবে। তাদের বিরুদ্ধে লাঠি হাতে নিন।
লাঠি দিয়ে তাদের দমন করতে হবে।

মহিউদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছেন। তার রাজনীতি করার কোন অধিকার নেই। তিনি রাষ্ট্রবিরোধী শক্তির নেতৃত্ব দিচ্ছেন।

নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ১৪ দল নেতা অমুল্য বড়‍ুয়া, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শেখ মহিউদ্দিন বাবু।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।