ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপি’র জন্য বিজিএমইএ’র তিন গাড়ি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সিএমপি’র জন্য বিজিএমইএ’র তিন গাড়ি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: যানবাহন সংকটে থাকা চট্টগ্রাম মহানগর পুলিশকে (সিএমপি) তিনটি পেট্রল যান দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার বিকেলে বিজিএমইএ নেতারা আনুষ্ঠানিকভাবে নগর পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডলের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি মো.এরশাদ উল্লাহ ও এস এম আবু তৈয়ব।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, উপ পুলিশ কমিশনার (ডিবি) কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হাছান চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক আব্দুল ওহাব, সৈয়দ নজরুল ইসলাম, শেখ সাদী, সাব্বির মোস্তফা, অঞ্জন শেখর দাশ, এম মহিউদ্দিন চৌধুরী, প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন, প্রাক্তন প্রথম সহ-সভাপতি এম এ সালাম, নাছির উদ্দিন চৌধুরী, প্রাক্তন পরিচালক মো.সেলিম, আরবি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, রিটজি এ্যাপারেল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোহাম্মদ জমশেদ আলী, কিয়ারট্যাক্স এ্যাপারেল্স এর পরিচালক আব্দুল লতিফ, শার্ট ম্যাকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ মোশারফ খান, কিয়ারট্যাক্স লিমিটেডের চেয়ারম্যান কমরুদ্দিন সবুর এবং কিয়ারট্যাক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম।


বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।