চট্টগ্রাম: সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্দেশ পেয়ে নগরীতে হরতাল বিরোধী লাঠি মিছিল করেছে নগর ছাত্রলীগ।
সোমবার দুপুরে নগরীর দারুল ফজল মার্কেটের সামনে থেকে হরতাল বিরোধী লাঠি মিছিল বের করে নগর ছাত্রলীগ।
এর আগে হরতাল বিরোধী সমাবেশে এবিএম মহিউদ্দিন চৌধুরী নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের লাঠি হাতে রাস্তায় নামার নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহিউদ্দিনের নির্দেশ পেয়েই নগর ছাত্রলীগ নেতারা মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। প্রায় শ’খানেক নেতাকর্মী মিছিলে ছিলেন। এসময় অধিকাংশ নেতাকর্মীর কারও হাতে বাঁশের লাঠি, কারও হাতে ছিল ক্রিকেট খেলার স্ট্যাম্প।
মিছিলটি নগরীর নিউমার্কেট মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দারুল ফজল মার্কেটে এসে শেষ হয়।
এরপর নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি’র সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রলীগ নেতারা লাঠি হাতে রাস্তায় অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন বলে জানান।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১৩