চট্টগ্রাম: নগরীর হালিশহর বড়পুল এলাকায় সমবায় সিঙ্গাপুর মার্কেট ও পার্শ্ববর্তী বস্তিতে অগ্নিদুর্গত প্রায় ২০০ মানুষকে রাতের খাবার বিতরণ করেছে ছাত্রলীগ।
সোমবার রাতে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় এই খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আজিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শেখ মহিউদ্দীন বাবু ও মোরশেদ আলম রাসেল, মহানগর ছাত্রলীগের সহসভাপতি রাহুল বড়ুয়া, যুগ্ম সম্পাদক রনি মির্জা প্রমুখ।
আজিজুর রহমান বাংলানিউজকে জানান, এর আগেও অগ্নিদুর্গতদের মধ্যে চাল এবং ডাল বিতরণ করেছিলাম।
গত বুধবার সন্ধ্যায় সংঘটিত এই অগ্নিকাণ্ডে বস্তির সমবায় সিঙ্গাপুর মার্কেটের প্রায় ১৮০টি দোকানের পাশাপাশি বস্তির অন্তত ৪০টি ঘর পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪