চট্টগ্রাম: অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব ও চরিত্র গঠন আন্দোলনের শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়েছে।
নগরীর জেএম সেন হলে সোমবার অধিবাস দিবসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।
এছাড়া সকাল ৮টা থেকে উপাসনা, শিশু-কিশোর অনুষ্ঠান, স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান, ব্রহ্মগায়ত্রী ও হরিওঁ কীর্ত্তন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শ্রী চিত্তপ্রসাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অধ্যাপক রীতা দত্ত, অধ্যাপক রূপেশ চৌধুরী, অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
উৎসবের দ্বিতীয় দিনে শোভাযাত্রার উদ্বোধন করবেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল। বিকেল তিনটায় ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। এতে অধ্যাপক ড. সরোজ সিংহ হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪