চট্টগ্রাম: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালে নগরীর নাসিমন ভবনের সামনে গাড়ি ভাংচুরের ঘটনায় নগর ছাত্রদল সভাপতি, সাধারণ ও সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাতে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে নগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সহ সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক এইচএম রাশেদ, নগর যুবদলের সহসভাপতি শামসুলহকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরও অন্তত ৪০জনকে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ পরিদর্শক বিকাশ চন্দ্র শীল বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪