চট্টগ্রাম: জেকেএ বাংলাদেশ অ্যাফ্রোইউরেশিয়ার উদ্যোগে দু’দিন ব্যাপি বার্ষিক কারাতে ক্যাম্প চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়ামে শুরু হয়েছে। ক্যাম্পে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন জাপানের কারাতে প্রশিক্ষক ড. ডেইভ হুপার।
মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী আহসান বাদল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএসের সহ সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামিম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও সিজেকেএসের সহ সম্পাদক শাহাজাদা আলম, সিজেকেএস কারাতে কমিটির সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইউসুফ।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রতন তালুকদার বাংলানিউজকে জানান, চট্টগ্রাম জেলাসহ কক্সবাজার, বান্দরবানের প্রায় ২৫ টি কারাতে স্কুলের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণ করেছে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্প চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪