ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ক্লিন চট্টগ্রাম গ্রিন চট্টগ্রাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
‘ক্লিন চট্টগ্রাম গ্রিন চট্টগ্রাম’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এবার নগরীর যানবাহনগুলোতে ‘ক্লিন চট্টগ্রাম গ্রিন চট্টগ্রাম’ লেখা স্টিকার লাগানো শুরু করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর দামপাড়া এলাকার জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মোড়ে আনুষ্ঠানিকভাবে এই স্টিকার লাগানো কাজের উদ্বোধন করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল।



উদ্বোধনকালে সিএমপি কমিশনার বলেন, সুন্দর চট্টগ্রাম মহানগরীর উপহার দিতে আমরা গত ২৪ অক্টোবর এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছিলাম। এটি একটি চলমান প্রক্রিয়া, এই অভিযান অব্যাহত থাকবে।


নগরবাসীর সচেতনতা বৃদ্ধির জন্যই গাড়িতে স্টিকার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান,  বনজ কুমার মজুমদার (ক্রাইম এন্ড অপারেশন), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর)  মাসুদ-উল-হাসান,  কুসুম দেওয়ান (ডিবি), ফারুক আহমেদ (সদর),মো. কামরুল আমীন (দক্ষিণ), মো. সুজায়েত ইসলাম (ট্রাফিক-বন্দর), বাংলা লিংকের আঞ্চলিক পরিচালক সৌমেন মিত্র, আঞ্চলিক বাণিজ্যিক প্রধান  মো. ফরহাদ হোসেন প্রমুখ।

প্রথমদিনে নগরীর বিভিন্ন যানবাহনে বাংলালিংকের সৌজন্যেপ্রাপ্ত পাঁচ হাজার স্টিকার লাগানোর কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।