ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আজহারের রায়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
আজহারের রায়ে ছাত্রলীগের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী জেনারেল সেক্রেটারী এ.টি.এম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের দেয়া ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

মঙ্গলাবার সংগঠনের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইমরান আহমেদ ইমু বলেন, এ রায়ে যুদ্ধ পরবর্তী সময়ে রাজাকার, আলবদর, দেশদ্রোহীদের যারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিল তাদের নৈতিক পরাজয় হয়েছে।


সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ছাত্রলীগই পারে সকল অপশক্তিকে দুঁমড়ে, মুঁচড়ে স্বাধীন বাংলাদেশকে জাতির জনকের স্বপ্নের সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে বিশ্বসভায় উপস্থাপন করতে।

সভায় বক্তারা সকল যুদ্ধাপরাধীর আদালত দণ্ডিত ফাঁসির রায় কার্যকর করার আহবান জানান।   

সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, নাঈম রনি, জয়নাল উদ্দিন জাহেদ, ওমর ফারুক, মঈনুল হাসান চৌধুরী শিমুল, ফররুখ আহম্মেদ পাভেল, আ ফ ম সাইফুদ্দিন, জাকারিয়া দস্তগীর।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।